২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো গাজোলের এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। গাজোলের দলিলপুরে অবস্থিত একটি আধুনিক আবাসিক ও অনাবাসিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য এদিন পরীক্ষা নেওয়া হয়। উন্মুক্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা এই বিদ্যালয়টি কয়েক বছরের মধ্যে শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টি করেছে। এই বিদ্যালয়ে মাধ্যমিকে নজর করা ফলাফল যা দৃষ্টি আকর্ষণ করেছে শিক্ষা মহলকে। ভর্তি পরীক্ষার পাশাপাশি বিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার। এই সেমিনারে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ সাজ্জাদ হোসেন মহাশয় সহ আরও অনেকেই।